সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ভ্যান চোর চক্রের দুই সদস্য গ্রেফতার। বুধবার (১৪ জুন) দিবা গতরাতে জেলার বদলগাছী থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ভ্যান চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মহাদেবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বদলগাছী উপজেলার ইন্দ্রাকপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে কামাল হোসেন (৪৫) ও একই উপজেলার কুশারমুড়ি গ্রামের কাজেম উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৪০)। এ সময় তাদের কাছ থেকে চোরাই ভ্যানের খোলা অংশ উদ্ধার করা হয়। এর আগে গত ১২ জুন মহাদেবপুর উপজেলা সদরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে একটি ভ্যান চুরি হয়। চুরি যাওয়া ওই ভ্যানের বিষয়ে খাজুর নিচপাড়া গ্রামের লতিফরের ছেলে শামসুল হক থানায় অভিযোগ দেন তার অভিযোগের প্রেক্ষিতে ভ্যান চোরদের ধরতে তৎপর হয় পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর দিকনির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে একটি শক্তিশালী চৌকশ টিম গঠন করে ভ্যান চুরি হওয়া ওই স্থানের আশপাশের বিভিন্ন সিসি ফুটেজ পর্যালোচনা করে বদলগাছী থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ভ্যান চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় মহাদেবপুর থানা পুলিশ। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, চুরি যাওয়া ভ্যানের খোলা অংশ বিশেষ সহ আন্তঃজেলা ভ্যান চোর চক্রের দুই সদস্যেকে গ্রেফতার করা হয়েছে। ওই ভ্যানের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। #
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।