সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ব্র্যাক (এনজিও) কৃতক আয়োজিত ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (১৪নভেম্বর)বেলা ১১টায় উপজেলার তিন নং খাজুর ইউনিয়ন পরিষদে,বাল্য বিয়ে কিভাবে প্রতিরোধ করা যায় এ নিয়ে আলোচনা করা হয়৷ ১৮বছরের আগে একটি মেয়ের শরীর ও মন দুটাই শিশুদের মত, ফলে বিয়ের পর সে চেষ্টা করলেও সংসারের দায়িত্ব ও কর্তব্য ভালো-মন্দ চিন্তা ভাবনা করতে পারে না, কম বয়সে সন্তান জন্ম দেওয়ায় মা ও শিশু দুজনেই পুষ্টিহীনতায় ভোগে, প্রতিবন্ধী ও মৃত শিশু জন্মদানের ঝুঁকি বাড়ে,বনি বন্যা হয়না পরিবারের সাথে ফলে নির্যাতনের শিকার হয়৷সংসার ভেঙে যায়৷আবার বিয়ে করে৷ লেখাপড়া না জানা এবং স্বাবলম্বী না হওয়ার ফলে সন্তানকে নিয়ে মা-বাবার কাছে ফিরে আসতে হয়,নিরুপায় হয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়,বলা যায় বাল্য বিয়ের ফলে সাফল্য অর্জনের আগেই তাদের স্বপ্ন ভেঙে যায়৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তিন নম্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল উদ্দিন (২) ও মেম্বারবৃন্দ গন৷ আরো উপস্থিত ছিলেন, চারজন কাজী সাহেব ও মন্দিরের ঠাকুর৷ আয়োজনে অসিত ঠাকুর,এসোসিয়েট অফিসার (সেলপ) শরিফুল আলম ডিস্ট্রিক্ট ম্যানেজার (সেলপ) নওগাঁ রিজনাল৷
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।