সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে কাগজ-কলমে ৪০ জন এতিম দেখানো হলেও বাস্তবে দেখা মিলেছে মাত্র ২ জনের। তাদের মধ্যে আবার প্রকৃত এতিম একজনও না। এতিম না থাকলেও এতিমদের জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে অসাধু উপায়ে নেওয়া হচ্ছে টাকা। এমন ঘটনা ঘটছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সভাপুর ইউপির দক্ষিণ গোবিন্দপুর গ্রামে অবস্থিত মরহুমা বিলকিসআরা স্মৃতি বেসরকারি শিশু সদন এতিমখানায়। সরেজ মেনে গিয়ে জানা যায়, বিলকিসআরা স্মৃতি বেসরকারি শিশু সদনে ৪০ জনের জন্য ক্যাপিটেশন বরাদ্দ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। নিয়ম অনুযায়ী ৪০ জনের বরাদ্দ পেতে ৮০ জন এতিম থাকতে হবে। কিন্তু বাস্তবে গোটা প্রতিষ্ঠানে দেখা মিলেছে মাত্র ২ জন ছাত্রের তবে কোন এতিমের দেখা পাওয়া যায়নি। চলতি অর্থবছরে ৮০ জন এতিম রয়েছে বলে তালিকা দেওয়া হয় সমাজসেবা অধিদপ্তরে। এর অনুকূলে ৪০ জনের ক্যাপিটেশন পায় প্রতিষ্ঠানটি। প্রতি ৬ মাসে ৪ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ আসে এখানে। তবে মাত্র ২ জন ছাত্র থাকার পরেও ৪০ জনের বরাদ্দের টাকা পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দায়িত্বে রয়েছে মাত্র একজন হুজুর। এতিমখানার দায়িত্বে থাকা একমাত্র হুজুর মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, বরাদ্দের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এসব বিষয়ে সভাপতির সাথে যোগাযোগ করেন তিনি বলতে পারবেন। তিনি আরো বলেন নিউজ করার দরকার নাই, অনেক সাংবাদিক এখানে আসে। আপনারা আপনাদের ভিজিটিং কার্ড দিয়ে যান।আপনাদের সাথে যোগাযোগ করা হবে। এ ব্যাপারে এতিমখানার সভাপতি আব্দুল মান্নানের সাথে মোটো ফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।