সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুরে সেই অটো চাউল কল আবারো রাস্তার পাশে আগুনের ছাই ফেলে মৃত্যু ফাঁদে পরিনত করেছে। অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী উদ্ধর্তন কতৃপক্ষ নিরব দর্শকের ভুমিকায় রয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। উপজেলার আখেড়া মোড়, শিবগঞ্জ মোড়, নাটশাল মোড়, হাট চকগৌরী পীড়ার মোড়, শিবগঞ্জ মোড় ও দোহালী মোড় এবং কুঞ্জবন বাজারের আবাসিক এলাকাসহ আঞ্চলিক মহাসড়কের পাশে ২ শতাধিক বয়লার চাতাল এবং অটো চাউল কল রয়েছে। এসব অটো চাউল কল এবং বয়লার চাতালের আগুন যুক্ত ছাই ও বর্জ্য আঞ্চলিক মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের পানি নিষ্কাশনের ক্যানেলে মজুত করা হচ্ছে। আবাসিক এলাকার অটো চাউল কল এবং বয়লার চাতাল গুলোর পাশের রাস্তার পাশে মজুতকৃত বর্জ্যরে পচা দূর্গন্ধ পানিতে এলাকার পরিবেশ বিষিয়ে তুলেছে। আঞ্চলিক মহাসড়ক এবং স্থানীয় লোকাল রাস্তার পাশে মজুতকৃত ছাইয়ের স্তুপ যেন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। ওইসব অটো চাউল কল ও বয়লার চাতালের আগুন যুক্ত ছাইয়ের স্তুপ বাতাসে উড়ে অনেক পথচারীর চোখে পড়ে অন্ধত্ব বরণ করাসহ ছাইয়ের আগুনে পড়ে অনেকের হাত-পা পুড়ে যাওয়া এবং এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।একই সঙ্গে প্রায় প্রতিদিনই ওইসব আগুন যুক্ত ছাইয়ে পড়ে গরু ছাগলসহ অন্যান্য গবাদী পশু হতাহতের ঘটনা ঘটছে। ২০১৮ সালের ১৯ মার্চ সকালে ভোরের কাগজ পত্রিকার মহাদেবপুর প্রতিনিধি গৌতম কুমার মহন্তের বড় মেয়ে গৌরী রানী মহন্ত (২৮) উপজেলার কুঞ্জবন আবাসিক এলাকায় নির্মিত রাস্তার পাশে তানজিদা অটো চাউল কলের মজুতকৃত আগুন যুক্ত ছাইয়ের স্তুপে পড়ে দগ্ধ হয়। গৌরী রানী মহন্ত ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই সালের ৪ এপ্রিল মারা যায়। তার মৃত্যুর পর তানজিদা চাউল কল কতৃপক্ষ রাস্তার পাশে আগুন যুক্ত ছাই মজুত বন্ধ রাখলেও চলতি বছরের প্রথম থেকে আবারো রাস্তার পাশে আগুন যুক্ত ছাই মজুত করছে। ফলে আবারো ওই ছাইয়ের স্তুপে পড়ে যে কোন সময় গৌরী রানীর মতো কারো জীবন হানীর আশস্কা করছে স্থানীয় সচেতন মহল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান বলেন নীতিমালা লংঘনকারী চাউল কলের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মকবুল হোসেন বলেন অটো চাউল কল এবং বয়লার চাতাল গুলো পরিবেশ বিনষ্ট করছে এটা তার জানা নেই। তবে এবিষয়ে অভিযোগ পেলে অভিযুক্ত চাউল কল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। নওগাঁ জেলা প্রেস ক্লাব সভাপতি ইমরুল কায়েস বলেন চাউল কল গুলো সরকারি নীতিমালা অনুসরণসহ পরিবেশ বান্ধব কিনা সেসব বিষয়ে নিশ্চিত হয়েই তাদের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেয়া উচিত। এসব বিষয়ে যাচাই-বাছাই করা হলে গৌরীকে হয়তোবা জীবন দিতে হতোনা বলেও তিনি মনে করেন। অভিযুক্ত অটো চাউল কল ও বয়লার চাতাল গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানান ওই সুশীল সমাজের নেতা।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।