সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে মাদরাসার এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে শিক্ষক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ের এই শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলমগীর হোসেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের তিলন গ্রামের মৃত আবুল খয়েরের ছেলে। এর আগে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে আলমগীর হোসেনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলা চান্দাশ ইউনিয়নের রামচরণপুর গ্রামের ওই শিক্ষার্থীর বাবা-মা কাজের সুবাদে ঢাকায় থাকতেন। উপজেলা সদরের মডেল স্কুল মোড়ে অবস্থিত রওজাতুল কোরআন মাদরাসায় তাকে ভর্তি করে দেন। সে ওই মাদরাসার আবাসিকে থেকে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো। অন্যান্য দিনের মতো গত ২৫ এপ্রিল রাতের খাবার খেয়ে অন্য ছাত্রীদের সঙ্গে ঘুমিয়ে পড়েন সে। এদিন রাত ১১ টার দিকে শিক্ষক আলমগীর হোসেন কৌশলে ওই ছাত্রীকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর রাতেই অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।