
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ মহাদেবপুরে ধানের জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। মঙ্গলবার ১৩ই মে বিকেল ৩:৩০ মিনিটে উপজেলার চাঁন্দাস ইউনিয়নের রাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন,ইজু মোল্লার ছেলে একাব্বর হোসেন,খলিন হোসেন এর ছেলে মতিন,খলিল হোসেন এর ছেলে ফিরোজ হোসেন,জফের আলীর ছেলে খলিল ও মতিন এর ছেলে জহুরুল ইসলাম। থানায় এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদ রশিদ হোসেন রাড়িপারা মৌজায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রদত্ত একটি নলপুক ডিবের ডেনম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় মাঠের কিছু জমিতে ধান কাঁচা থাকায় উক্ত জমিতে পানি সেচ দিতে থাকা কালে আইল টপকিয়ে একটু পানি আব্দুল জলিল এর জমিতে যায়। আর এই পানি যাওয়াকে কেন্দ্র করে আব্দুল জলিল রশিদ হোসেন কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারপিট করার জন্য খোঁজাখুঁজি করেন,এ সময় আব্দুর রশিদ গালিগালাজ করতে নিষেধ করিলে জলিল ও তার লোকজন এলো পাতারি ভাবে আব্দুর রশিদকে মারপিট শুরু করেন। তার ডাক চিৎকারে তার আপনজনেরা ও আশপাশের ধান কাটার লোকজনেরা সহযোগিতার জন্য আসলে তাদের কেউ মারপিট করেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা বলেন,তদন্ত অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।