সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে ১ নভেম্বর (শুক্রবার) জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিকেল ৩ টায় উপজেলা প্রশাষন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আঃ মমিননের সঞ্চালনায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, যুব মহিলা শাবানা খাতুন,যুব পুরুষ রাকিবুল ইসলাম,যুব মহিলা আঙ্গুর খাতুন, যুব পুরুষ জীবন কুমার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমিনুল ইসলাম,সাংবাদিক লিয়াকত আলী বাবলু প্রমুখ। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা , গণমাধ্যম কর্মী ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১০ জন কে সনদ পত্র, ১২ জন কে যাতায়াত ভাতা ও ১২ জন প্রশিক্ষিত যুবক-যুবতীকে ৭ লাখ ৮০ হাজার টাকার যুব ঋনের চেক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।