এস এম শামীম হাসান মহাদেবপুর প্রতিনিধি ঃনওগাঁয় বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার উদ্যোগে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সোনালী ব্যাংক লিমিটেড মহাদেবপুর শাখার সার্বিক সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন মিঞা। সোনালী ব্যাংক লিমিটেড নওগাঁর প্রিন্সিপাল অফিসার মুনিরা হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার পরিচালক গোবিন্দ লাল গাইন ও যুগ্ম ব্যবস্থাপক মোঃ মামুনূর রশিদ, সোনালী ব্যাংক লিমিটেড মহাদেবপুর শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান প্রমুখ। এ সময় বক্তাগণ জালনোট চিহ্নিতকরণের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।