সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে। তারা হলেন, উপজেলা মালাহার গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমরান হোসেন (৩৩), মৃত ফুল মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন বাবুল (৪৫), জেলার নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত কলিম উদ্দিন মৃধ্যার ছেলে বাচ্চু মৃধ্যা (৩৩), গণপুর গ্রামের মৃত আলেপ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (২৬) ও মৃত নাজিম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০)। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহাদেবপুর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। থানা সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর রাত সোয়া ৪ টায় মহাদেবপুর-ছাতড়া পাকা সড়কের বাছড়া মোড় নামক স্থানে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, এসআই আশিষ সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন এবং ডাকাতি কাজে ব্যবহারের জন্য তাদের কাছে রাখা হাসুয়া, চাকু, ফার্সা প্রভৃতি দেশীয় অস্ত্র উদ্ধার করেন। এব্যাপারে থানায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও দেশীয় অস্ত্র রাখায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।