সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।এসব জয়িতাদের মধ্যে রয়েছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হওয়া উপজেলার কুঞ্জবন গ্রামের বুলবুল চৌধুরীর স্ত্রী ও সাংবাদিক মিজানুর রহমান মানিকের বোন জান্নাতুল ফেরদাউস লতা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় উপজেলা সদরের সাব রেজিস্ট্রি অফিস পাড়ার মরহুম সরদার মোকসেদ আহম্মেদের মেয়ে ও সোনালী ব্যাংক মহাদেবপুর শাখার ম্যানেজার মিজানুর রহমানের স্ত্রী নাজনীন নাহার লায়লা, সফল জননী হিসেবে উপজেলা সদরের কলেজ পাড়ার আব্দুল লতিফ বাচ্চুর স্ত্রী নাজমা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করায় ভীমপুর ইউনিয়নের হর্ষি গ্রামের কবির উদ্দিনের মেয়ে শাবানা বানু এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চেরাগপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে মনোয়ারা বেগম। ৯ ডিসেম্বর শনিবার এ দিবস উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কামরুল হাসান সোহাগ। এ আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি ও সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আজাদুল ইসলাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাচিত পাঁচজন জয়িতার হাতে ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেন। বাংলাদেশ সরকারের পাশাপাশি ব্র্যাক (এনজিও) ও দুর্নীতি দমনের বিরুদ্ধে মানববন্ধন করেন৷