সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়েরের পর সবুজ কুমার সরকার (২১) নামে এক যুুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সবুজ কুমার সরকারকে বৃহস্পতিবার (৬ অক্টোবার) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার খাজুর ইউনিয়নের শাহজাদপুর দক্ষিণ পাড়া গ্রামে।
বিজয়া দশমীর দিন বুধবার রাতে ভিকটিমের মা রেখা রানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ওই রাতেই এস আই শাজাহানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম কিশোরী (১৫) তার বৌদিকে সাথে নিয়ে পুজার অনুষ্ঠান দেখার জন্য শাহাজাদপুর দক্ষিণ পাড়া দূর্গা মন্দিরে যায়। এ সময় তার দিদিরও তাদের সাথে যাওয়ার কথা ছিল। কিন্তু অনেক সময় পার হওয়ার পরও তার দিদি সেখানে না আসায় তার দিদিকে মোবাইল করে ডেকে নেয়ার জন্য রাত সাড়ে ৯ টার দিকে সে পূজা মন্ডপের পার্শ্ববর্তী সবুজদের বাড়িতে যায়। সেখানে ওই কিশোরীকে একা পেয়ে সবুজ তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সবুজ পালিয়ে যায়। সবুজ কুমার সরকার ওই গ্রামের নয়ন চন্দ্র সরকারের ছেলে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী সবুজকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।