Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবিশেষ সংবাদমহাদেবপুরে নলোবলো সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন...

মহাদেবপুরে নলোবলো সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন যজ্ঞ অনুষ্ঠান

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলাতে আজ ২৬ শে জুন ২০২৪ ইং ১১ ই আষাঢ় ১৪৩১ বাংলা, বুধবার ৯ তম শুভ অধিবাসের মধ্য দিয়ে দেশ মাতৃকার শুভকল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে বুধবার সন্ধ্যায় শ্রীমদ্ভগ্বদ, গীতা পাঠ, গঁঙ্গা আবাহন, মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নের নলোবলো- মহেশপুর, মাইবার – নলোবলো গ্রামে সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির অঙ্গনে ১৬ প্রহর (দুই দিনব্যাপী) ১২ ই আষাঢ় ১৪৩১ বাংলা ২৭ ই জুন ২০২৪ রোজ বৃহস্পতিবার, অরুনোদয় হতে ১৩ আষাঢ় ১৪৩১ বাংলা ২৮ ই জুন ২০২৪ শুক্রবার , শেষ রাত্রি পর্যন্ত রাধারাণী ও কৃষ্ণের রাস নীলা কীর্তন এই দুইদিন রাধাগোবিন্দ লীলা কীর্তন পরিবেশিত হবে। এবং ১৪ আষাঢ় ১৪৩১ বাংলা ২৯ শে জুন ২০২৪ ইং রোজ শুনিবার কুঞ্জভঙ্গ কীর্তনান্তে মধ্যাহ্নে শ্রী শ্রী মন্মাহাপ্রভুর ভোগ নিবেদন ভোগদর্শন ও মহাপ্রসাদ বিতরণের। ১৫ ই আষাঢ় ১৪৩১ বাংলা ৩০ শে জুন ২০২৪ রবিবার নগর কীর্তন, দধিমঙ্গল ও নীজ কৃপাগুনে মহন্ত বিদায় এর এরমধ্য দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠানের কর্মসূচির অবসান হবে। নলোবলো শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটি সূত্রে জানা গেছে, লীলা কীর্তন পরিবেশন করবেন,
নীলারাসমৃত পরিবেশনায়ঃ
নিত্যানন্দ সম্প্রদায়ঃ
স্ত্রী অতুল চন্দ্র দাস,
গোদাগাড়ী রাজশাহী,
গোপী বল্লভ সম্প্রদায়ঃ
শ্রীমতি ছন্দা সরকার (তৃপ্তি) চাঁপাইনবাবগঞ্জ,
শ্রী শ্রী সক্ষ্য প্রেম সম্প্রদায়ঃ
শ্রী দীপক কুমার পাল
সিরাজগঞ্জ
নিত্যানন্দ সম্প্রদায়ঃ
শ্রী প্রেমানন্দ হালদার
মান্দা, নওগাঁ।
১৬ প্রহর ব্যাপী (দুইদিন) হরিনাম যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই সকল আয়োজন সম্পন্ন করা সয়েছে, ১৬ প্রহর ব্যাপী (দুইদিন) হরিনাম যজ্ঞা অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে, এমনটাই জানান মন্দির কমিটি। সেইসঙ্গে সকল ভক্তবৃন্দদের যজ্ঞ অনুষ্ঠান পদচারণার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সার্বিক সহযোগিতা শ্রীরামপ্রসাদ
ভদ্র পরপর চতুর্থবারের মতো চেয়ারম্যান, ১০ নং ভীমপুর ইউনিয়ন পরিষদ
শ্রী দয়াল চন্দ্র পাল ১০ নং ভীমপুর ইউনিয়ন পরিষদের পর পর দ্বিতীয় বারের মেম্বার।

সুমন কুমার ঘোষ
সুমন কুমার ঘোষ
নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments