সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরের সদর ইউপির চকগোবিন্দ ইদগাহ মাঠ নিয়ে অনেক আগে থেকে ঝামেলা চলছিলো।যাহার খতিয়ান নাং ১ মৌজা,চকগোবিন্দ, খতিয়ান নং ১,দাগ নং হাল- ৯৩ কুবলতি রেজিঃ দলিল নং ১৮৭২,পত্তন সাল, ১৯৩৯ থেকে ২০৮৭ সাল পর্যন্ত৷ এই বিষয় নিয়ে চকগোবিন্দ গ্রামের সাহাজান আলীর ছেলে মামুনুর রশিদ বেস কয়েকবার থানায় অভিযোগ ও করেছেন। মামুনুর রশিদের দাবি কোট তাকে রায় দিলেও তিনি জমি দখল করতে পারেননি।অবশেষে আইনি পএিয়া শেষে তিনি জমি বুঝে পেয়েছেন।মহাদেবপুর উপজেলার নির্বাহি অফিসার ১লা মে বৃহস্পতিবার সকাল এগারটায় নিজে থেকে দুই পক্ষ কে জমি ভাগ করে দিয়েছেন। দুই পক্ষ এ রায় মেনে নিয়েছেন।গ্রামবাসিও তা মেনে নিয়েছেন৷
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।