সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের চকগোবিন্দ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম (৫০)। তিনি ওই গ্রামের সানা-উল্লার ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুর ১টার দিকে আব্দুস সালাম তার বাড়ির পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী আজিম উদ্দিনের ছেলে মোজাম উদ্দিন চাকু দিয়ে পিঠে আঘাত করতে থাকে। তার ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে মোজাম পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।#
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।