
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভীমপুর ইউপির খোদ্দনারায়নপুর গ্রামে প্রান নাসের হুমকি দেওয়ায় হাফিজুর রহমান বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ করে আরো দুইজনের অজ্ঞাত নামে করে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে যানা যায়,উপজেলার ভীমপুর ইউপির খোদ্দনারায়নপুর গ্রামের জব্বার সরদারের ছেলে হাফিজুর রহমানের সাথে একই গ্রামের সামাদের ছেলে সাহেব আলী ও মৃত মহর আলীর ছেলে সামাদের সাথে পূর্ব শত্রুতার বিরোধ চলে আসছে।এরি জের ধরে বিভিন্ন সময় রাস্তা ঘাটে এবং বসত বাড়িতে এসেও ঝকরা ঝাটি করে থাকেন।এই বিষয়ে অনেক বার গ্রাম্র ভাবে মিটে গেলেও তারা মেনে নেই না।অনেক সময় রাস্তা ঘাটে হাফিজুর রহমান কে একা পেলে হত্যা করবে বলেও হুমকি দিয়েছেন। এ বিষয়ে বিবাদির সাথে যোগাযোগ করা হলে তারা কোন উত্তর দেননি।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন রেজা জানান, অভিযোগ অনুযায়ী ব্যাবস্হা নেওয়া হবে।