জুলহাস মহাদেবপুর উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মহাদেবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষি পুনর্বাসন সহায়তা হিসেবে প্রায় ৮ হাজার চাষির মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ, তিল ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
১৫ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উপজেলার ৭৭০০ জন কৃষককে আউশ ধানের বীজ, ৪০ জনকে তিলবীজ এবং ৪০ জনকে পাট বীজসহ সকলকে রাসায়নিক সার প্রদান করা হয়।আউশ চাষের জন্য প্রতি বিঘায় ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, তিল চাষের জন্য প্রতি কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং পাট চাষে প্রতি জনকে ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষি প্রনোদনা অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। এসময় তিনি বলেন, “প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। সরকারের এই উদ্যোগ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ।এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।