সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাস ইউপির হরিপুর গ্রামে জমা জমি সংক্রান্ত বিরোধের জেরে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে এক পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে এ সমস্যার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমিনুল ইসলাম (২৭) নামে এক তরুণ মহাদেবপুর থানা অফিসার্স ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেন।জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে অভিযোগকারী আমিনুল ইসলামের আপন চাচা আব্দুর মালেক(৪৫), আরেক চাচা আব্দুল খালেক(৪৮), তাদের দুইজনের দুই ছেলে হাছিব(২৪)ও খাইরুল (২৬)কে সঙ্গে নিয়ে তার বসতবাড়ির সামনে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।এতে তাদের পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে বাড়ি থেকে বহু কষ্টে বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে। ভোগান্তী পোহাতে হচ্ছে ওই পরিবারকে।অভিযোগকারী আমিনুল ইসলাম বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাচাদের সাথে অনেক বার গ্রাম্যভাবেও বসা হয়েছিল। তারা সেটি অমান্য করে আমাদের ভোগদখলকৃত জায়গা ঘিরে ফেলে এবং আমাদের বসতবাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে আমাদের পরিবারকে অবরুদ্ধ করে ফেলে।আমি সহ আমার পরিবারের লোখজন তাদের এরুপ করিবার কারন জিজ্ঞাসা করলে আমাদের কথায় কোন প্রকার উত্তর না দিয়ে আমাদের সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ বিভিন্ন ধরনের ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে। এর সমাধান পেতে অফিসার্স ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ করেছি। এ ব্যাপারে জানতে বিবাদী আব্দুল মালেকের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী জানান, অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।