সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
শনিবার (২৯ শে মার্চ) মহাদেবপুর মডেল স্কুল মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ করলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ১০ ইউনিয়নে নারী-পুরুষদের মাঝে ১৫শ শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবি বেতন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফজলে হুদা বাবুল তাঁর নিজস্ব তহবিল থেকে এই ঈদ উপহার বিতরণ করেন।
উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় অন্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হাতুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম , উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন ওর রশিদ রাজু, উপজেলা কৃষক দলের সদর ইউনিয়ন সভাপতি, প্রভাষক মাহমুদুল্ হাসান সুমন,সাধারণ সম্পাদক সোহেল রানা, চান্দাস ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু হাসান বাশার , উপজেলা কৃষকদলের সহ-সভাপতি ইমরুল কায়েস, খাজুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রকিবুল আলম ভুট্টো,হাতুড় ইউনিয়নের সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ বাবু,আহসান হাবীব, রবিন, নাহিদ হাসান, তুহিন, সম্রাট, শরিফ,মেহেদী,জামাল উদ্দিন,ইথার, জহুরুল হক, শামসুল,
প্রমুখ।
মহাদেবপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ করলেন ফজলে হুদা বাবুল