সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
হিন্দু শাস্ত্রমতে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভববান শ্রীকৃষ্ণের মানবরুপে মর্তে আর্বিভাব ঘটে। ভববান শ্রীকৃষ্ণ ৫ হাজার ২৪৯ বছর আগে অর্থাৎ ৫০২৪৯তম শুভ জন্মাষ্টমী আর্বিভাব উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ৬ আগস্ট বুধবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়৷ শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় মন্দিরে এসে কীর্তন ও ভক্ত বৃন্দদের প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল কুমার সাহা (বুদু), সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, থানা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, এসআই জয় দাস, এসআই আসিস, অজিত কুমার মন্ডল,সভাপতি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, মহাদেবপুর উপজেলা শাখা।নির্মল চন্দ্র বিশ্বাস,সভাপতি রঘুনাথ জিউ মন্দির, অমিয় চন্দ্র মন্ডল,সাধারণ সম্পাদক রঘুনাথ জিউ মন্দির। বাবুল চন্দ্র ঘোষ,সহ-সভাপতি রঘুনাথ জিউ মন্দির। তাপস কুমার ঘোষ উপদেষ্টা রঘুনাথ জিউ মন্দির৷ নেতৃবৃন্দরা বলেন ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে এইদিনে এক বৈরী সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে নিরাকার ব্রক্ষ্র বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ট হয়েছিলেন। কতিপয় রাজা রাজধর্ম,কূলাচার,সদাচার ভূলে গিয়ে স্বেচ্ছাচারিতা,অন্যায়,অবিচারে মগ্ন হয়ে উঠেছিলেন। মথুরার রাজা কংস পিতা উগ্রসেনকে উৎখাত করে নিজের সিংহাসনে আরোহন করেছিলেন। ##