এস এম শামীম হাসান মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, অননুমোদিত বিদেশী ওষুধ মজুদ রাখা ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দেয়া স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ওষুধের দোকানীর ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবু হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, জীবন রক্ষাকারী ওষুধ বিক্রিতে অনিয়ম করলে জীবন বিপন্ন হওয়ার আশংকা রয়েছে। তাই জনস্বার্থে ওষুধের দোকানে দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনাকালে উপরোক্ত অনিয়মের দায়ে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মিনার জাহান মেডিকেল স্টোরের মালিক মাসুদ হোসেনের ৩০ হাজার টাকা ও আলেয়া ফার্মেসীর মালিক রফিকুল ইসলামের ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন, থানা পুলিশ এসময় উপস্থিত ছিলেন।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
মহাদেবপুরে মেয়াদ উত্তীর্ণ, অননুমোদিত
ও স্যম্পল ওষুধ বিক্রির দায়ে জরিমানা
RELATED ARTICLES