সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে গতকাল রোববার সকালে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার সকল শিক্ষকবৃন্দ আয়োজিত জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ আলহাজ মো. নাজিম উদ্দীন মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সহকারী অধ্যাপক মো.হাফিজুল হক বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, নওগাঁ জেলা পরিষদ সদস্য গোলাম নূরানী আলাল, রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান, মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আলহাজ মো. মোবারক আলী, চাঁন্দাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম ইব্রাহিম হোসেন প্রমুখ। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।