জুলহাজ হোসেন মহাদেবপুর উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া খাড়ির ব্রিজ সংলগ্নে খাস জায়গা দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে সরকারি জায়গায় নির্মাণ করা দোকান ঘর নিজের সম্পত্তে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে সম্প্রতি স্থানীয় এক বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগও করেছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, কিছু অসাধু লোক কয়েক বছর ধরে অবৈধভাবে খাসজমি দখল করে দোকান নির্মাণ করে রাখছে।খোঁজ নিয়ে জানা গেছো,উপজেলার উত্তর গ্রাম ইউপির চকগোড়া খাড়ির ব্রিজের সংলগ্নে খাস জায়গা দখল করে দোকান নির্মাণ করেছেন স্থানীয় রবিউল ইসলাম। এ নিয়ে সেকেন্দার আলী নামের স্থানীয় এক বাসিন্দা গত ৭ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগও করেছেন।
অভিযোগে উল্লেখ্য করেন, ব্রিজের পাশে যাতায়াতের সরকারি রাস্তা। রাস্তা দিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ চলাচল করেন এবং নিচে খাড়িতে নামেন।রাস্তায় দোকান ঘর তৈরি করাই সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার রাস্তা বন্ধ করে দোকান ঘর উত্তোলন করতে নিষেধ করলেও তিনি সেটি মানেননি। এ বিষয়ে সেকেন্দার আলী বলেন, আমার বাসার পাশে সরকারি খাড়ি এবং খাড়ির ব্রিজের পাশ দিয়েই যাতায়াতের রাস্তা। এখন এই রাস্তা দখল করে দোকান ঘর উত্তোলন করায় আমি এবং আমাদের এলাকার শত শত মানুষ ভোগান্তিতে পড়ছে। এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমি চাই প্রশাসন যেন সরকারি খাস জায়গা উদ্ধার করে জনগণের চলাচল করার সুযোগ করে দেয়।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই বিষয়ের অভিযোগটি এখনো হাতে পাই নি।অভিযোগটি হাতে আসলে তদন্ত অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।