সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুরে সরকারী খাস জমিতে পুকুর খননের অভিযোগ দেয়ায় এক সংখ্যালঘু পরিবারের স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনাটি ঘটেছে ১২ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের হিন্দু পাড়ায়। এ ঘটনায় ওইদিন রাতে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জানা গেছে উপজেলা শহরের স্কুল পাড়ার বাসিন্দা মৃত এহতেশাম্মেল হকের পুত্র সাকিব হোসেন (২৬)ওই গ্রামের সরকারি রাস্তার খাস জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন শুরু করে। এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান সংশ্লিষ্ট খাজুর ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদারের মাধ্যমে ওই পুকুর খনন কাজ বন্ধ করে দেয়। অপর দিকে এ পুকুর খনন কাজ বন্ধের বিষয়ে ওই হিন্দু পাড়ার বাসিন্দা হিরেন্দ্রনাথ দাস ও তার স্ত্রী গীতা রানী দাস সম্পৃক্ততার সন্দেহে সাকিব হোসেন এবং তার সহযোগীরা বেধরক মারপিট করে স্বামী-স্ত্রীকে।এ মারপিটের ঘটনায় স্বামী হিরেন্দ্রনাথ এবং স্ত্রী গীতা রানী দাস আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় হয়েছে।মারপিটের ঘটনায় হিরেন্দ্রনাথ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।