সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম ইউপির বামনসাতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার নামে টাকা আত্মসাৎতের অভিযোগ উঠেছে।বিদ্যালয়ের সাবেক সভাপতি সাইফুল রহমান অফিস সহায়ক পদের জন্য একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে নিয়োগ দিয়েছেন তার পছন্দের একজন কে।এ ঘটনায় শনিবার (৭সেপ্টেম্বর) চাকরির প্রত্যাশী শ্রী মিঠুন কুমার থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,অনুমান ৩ বছর পূর্বে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি সাইফুল রহমান (৪২) শ্রী মিঠুন কুমার কে বিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি দিবে বলে ৮০০০০০(আট লক্ষ্য) টাকা নেন।পরবর্তীতে আমি লোকমুখে শুনতে পারি বিদ্যালয়ের অফিস সহায়ক পদে অন্য কাওকে নিয়োগ প্রদান করেছেন।চাকরি অন্য কাওকে দেওয়ার কারন জিজ্ঞাসা করিলে বিভিন্ন ধরনের তালবাহানা করে।মিঠুন কুমার তার দেওয়া আট লক্ষ্য টাকা ফেরত চাইলে সাইফুল রহমান আজ দিবো কাল দিবো বলে শুধু সময় নস্ট করছে।এই টাকা ব্যাপারে তাদের গ্রামে বেস কয়বার শালিসও হয়েছে।শালিসে টাকা দেওয়ার কথা বলে সময় নিয়ে আর দেন না এমন কি মিঠুন কুমার কে প্রাণনাশের হুমকি দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ্জাক আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মিঠুন কখন সাবেক সভাপতি সাইফুল কে টাকা দিয়েছে আমি জানতাম না। গ্রামে কয়বার শালিস হয়েছে তাও আমাকে কেও বলেনি। পরে আমি লোক মারফতে শুনেছি টাকা নাকি নিয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাইফুল রহমান বলেন,আমার বিরুদ্ধে মিঠুন অর্থ বাণিজ্যের অভিযোগ তুলেছে তার অভিযোগ সত্য নয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।