সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ২১শে আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী পালিত হয়েছে৷ (২১শে আগস্ট) সোমবার সকাল দশটায় উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে পালিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান,আহসান হাবীব ভদন,ছাত্রলীগের সেক্রেটারি তনু কুমার দেব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউসার আলী,জেলা আওয়ামী লীগের সদস্য নূরানী আলাল, বাবু অজিত কুমার মন্ডল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মন্ডল, সহ-সভাপতি প্রভাত কুসুম ব্যানার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল ঘোষ, বকুল, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বৌদিসহ দশটি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ৷ ২০০৪ সালের এই দিনে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে চালানো হয় নারকীয় ও নৃশংস গ্রেনেড হামলা।এই গ্রেনেড হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা নেত্রী, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানসহ ২৪জন নেতাকর্মী নিহত হন এবং আহত হন ৫০০জন মানুষ। মহাদেবপুর উপজেলায় ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়৷
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।