সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে মাত্র ৩০ সেকেন্ডের ফটোসেশনের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের আনুষ্ঠানিকতা। কিন্তু এ অনুষ্ঠানের খবর প্রচার করা হয়েছে ফলাও করে। বলা হয়েছে র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও আলোচনা সভার আয়োজন করা হয়। ফটোসেশনে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেয়ায় এবং এনিয়ে মনগড়া সংবাদ প্রচার করায় আয়োজকদের সম্পর্কে এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আয়োজকরা এবিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২২ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আদিবাসীদের মধ্যে হাঁস বিতরণের আয়োজন করে। নওগাঁ-৩ আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সেখানে আয়োজিত আলোচনা সভা শেষে দুপুরে মিলনায়তনের সামনে প্রধান অতিথি আদিবাসীদের মধ্যে হাঁস বিতরণ উদ্বোধন করেন। এসময় জীববৈচিত্র্যের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিবিএফ এর মিডিয়া বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুরোধে হাঁস বিতরণে অংশ নেয়া অতিথিরা আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালনের ব্যানার সামনে নিয়ে ফটোসেশনে অংশ নেন। মাত্র ৩০ সেকেন্ডের ফটোসেশন শেষে আয়োজকরা ব্যানার গুটিয়ে নিয়ে চলে যান। এমপি ছাড়াও এতে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, উপজেলা প্রকৌশলী সৈকত দাশ, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন প্রমুখ এতে উপস্থিত ছিলেন। আয়োজকদের মধ্যে শুধুমাত্র ইউনুছার রহমান হেফজুল, এম. সাখাওয়াত হোসেন ও শামসুদ্দিন মন্ডল এই তিন জন উপস্থিত ছিলেন। ব্যানারে আয়োজকরে নামের স্থলে বিবিসিএফ এর সহযোগীতায় স্থানীয় পরিবেশবাদী সংগঠন জীবন, নিরাপদ নওগাঁ, বিচিত্র্য পাখি গবেষণা প্রতিষ্ঠান, প্রাণ ও প্রকৃতি এবং বৈজ্ঞানিক নার্সারীর নাম উল্লেখ থাকলেও ওই তিন জন ছাড়া অন্য কোন সংগঠনের সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। প্রভাবশালী ব্যক্তিদের ব্যবহার করে এ ধরণের দায়সারা অনুষ্ঠান ও ভূয়া সংবাদের তীব্র প্রতিবাদ জানান স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে ফটোসেশনে অংশ নেয়া কয়েকজন অতিথি জানান, একজন গণমাধ্যমকর্মী ও শিক্ষক সাখাওয়াত হোসেনের অনুরোধে তাঁরা ফটোসেশনে অংশ নেন। কিন্তু এটাকে অতিরঞ্জিত করে প্রকাশ করাটা উচিৎ হয়নি। জানতে চাইলে অনুষ্ঠানের আয়োজক বিবিসিএফ এর নওগাঁ জেলা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য ও পরিবেশবাদী সংগঠন জীবন এর সভাপতি ইউনুসার রহমান হেবজুল জানান, আলোচনা সভা করার কথা ছিল তবে তা করা যায়নি। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও আলোচনা সভা হয় এধরণের সংবাদ প্রচার করাও উচিৎ হয়নি। শুধুমাত্র ফটোসেশন কেন করা হলো এবং প্রভাবশালীদের ব্যবহার করে আলোচনা সভা না করেও কেন আলোচনা সভায় তাদের বক্তব্য দেয়ার খবর প্রচার করা হলো তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি। অপর আয়োজক বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির মিডিয়া বিষয়ক সম্পাদক নিরাপদ নওগাঁর চেয়ারম্যান এম, সাখাওয়াত হোসেন এবং বৈজ্ঞানিক নার্সারীর সত্ত্বাধিকারী শামসুদ্দিন মন্ডলের মোবাইলফোনে বার বার কল দেয়া হলেও তারা রিসিভ করেননি। বিচিত্র্য পাখী গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক বিশিষ্ট পাখী গবেষক মুনসুর সরকার জানান, তিনি ফটোসেশনে অংশ নেননি। #মহাদেবপুরে ৩০ সেকেন্ডের ফটোসেশনেই শেষ জীববৈচিত্র্য দিবসের অনুষ্ঠানিতা নওগাঁর মহাদেবপুরে মাত্র ৩০ সেকেন্ডের ফটোসেশনের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের আনুষ্ঠানিকতা। কিন্তু এ অনুষ্ঠানের খবর প্রচার করা হয়েছে ফলাও করে। বলা হয়েছে র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও আলোচনা সভার আয়োজন করা হয়। ফটোসেশনে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেয়ায় এবং এনিয়ে মনগড়া সংবাদ প্রচার করায় আয়োজকদের সম্পর্কে এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আয়োজকরা এবিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২২ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আদিবাসীদের মধ্যে হাঁস বিতরণের আয়োজন করে। নওগাঁ-৩ আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সেখানে আয়োজিত আলোচনা সভা শেষে দুপুরে মিলনায়তনের সামনে প্রধান অতিথি আদিবাসীদের মধ্যে হাঁস বিতরণ উদ্বোধন করেন। এসময় জীববৈচিত্র্যের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিবিএফ এর মিডিয়া বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুরোধে হাঁস বিতরণে অংশ নেয়া অতিথিরা আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালনের ব্যানার সামনে নিয়ে ফটোসেশনে অংশ নেন। মাত্র ৩০ সেকেন্ডের ফটোসেশন শেষে আয়োজকরা ব্যানার গুটিয়ে নিয়ে চলে যান। এমপি ছাড়াও এতে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, উপজেলা প্রকৌশলী সৈকত দাশ, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন প্রমুখ এতে উপস্থিত ছিলেন। আয়োজকদের মধ্যে শুধুমাত্র ইউনুছার রহমান হেফজুল, এম. সাখাওয়াত হোসেন ও শামসুদ্দিন মন্ডল এই তিন জন উপস্থিত ছিলেন। ব্যানারে আয়োজকরে নামের স্থলে বিবিসিএফ এর সহযোগীতায় স্থানীয় পরিবেশবাদী সংগঠন জীবন, নিরাপদ নওগাঁ, বি
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।