সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় সরস্বতীপুর স্কুল মাঠে সরস্বতীপুর প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে৷ চেরাকপুর ও ভীমপুর ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে ২৫ইং ডিসেম্বর বুধবার বিকেল তিনটায় এই প্রীতি ফুটবল ম্যাচ শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি ছিলেন,জনাব আব্দুস সাত্তার (নান্নু) সাবেক উপজেলার চেয়ারম্যান,
আমন্ত্রিত অতিথি ছিলেন,আইরিন আক্তার কৃতি ফুটবলার বাংলাদেশ জাতীয় প্রমিলা ফুটবল দল মহাদেবপুর,
বিশেষ অতিথি ছিলেন,মোসাঃ মর্জিনা আক্তার সভানেত্রী জাতীয়তাবাদী মহিলা দল, সভাপতিত্বে ছিলেন, জনাব, এ এম জিল্লুর রহমান বাচ্চু, সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল ও আরো উপস্থিত ছিলেন, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী,ভীমপুর ইউনিয়নের চেয়ারম্যান রামভদ্র ও মেম্বার মাহফুজ,হাতুড় ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক, মর্জিনা আক্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান,মোজাফফর হোসেন, জাঙ্গিপুর কলেজের জি এস মাসুদুর রহমান মৃধা (টিক্ক), আবুল কালাম আজাদ(উজ্জল),সভাপতি যুবদল চেরাগপুর ইউনিয়ন,নুর ইসলাম জিয়া ফাইবার সোর্সের যুগ্ন সাধারন সদস্য ও যুবদলের সদস্য সহ উপজেলার জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ মহিলা ফুটবল ম্যাচ টি দেখার জন্য হাজার হাজার মানুষের ও মা বোনদের আগমন ঘটে৷ এই ফুটবল ম্যাচটিতে অংশগ্রহণ করেন,পঞ্চগড় বনাম বগুড়া৷ এই ফুটবল ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত টাইবেকারে পঞ্চগড় তিন ও বগুড়া চার গোলে বিজয় লাভ করেছেন
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।