জুলহাজ হোসেন মহাদেবপুর উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটাতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শুরু হয়েছে কর্মবিরতি কর্মসূচি। দেশের স্বাস্থ্যব্যবস্থার অন্যতম প্রধান সহায়ক এ পেশাজীবীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। সেই বঞ্চনার অবসান ঘটিয়ে সমমর্যাদা নিশ্চিত করার প্রত্যাশা নিয়েই তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।
মেডিকেল টেকনোলজিস্টরা দেশের স্বাস্থ্যখাতের মূল কারিগরি শক্তি হিসেবে কাজ করেন। রোগ নির্ণয়, ল্যাবরেটরি সেবা, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, ইসিজি, প্যাথলজি—স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপেই তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি ফার্মাসিস্টরা সঠিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ওষুধ ব্যবস্থাপনা, সংরক্ষণ, বিতরণ ও রোগীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন। অথচ এই দুই পেশাজীবী বহু বছর ধরে কাঙ্ক্ষিত ১০ম গ্রেডের কাঠামো থেকে বঞ্চিত হয়ে বৈষম্যের শিকার হচ্ছেন।
এই বৈষম্যের প্রতিবাদে ৩ ও ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। তবে মানবিক দিক বিবেচনায় হাসপাতালের জরুরি সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত পেশাজীবীরা জানান, তাদের দাবি কোনো অতিরিক্ত সুবিধা নয়; এটি তাদের ন্যায্য অধিকার, যা বহু বছর আগে বাস্তবায়ন হওয়া উচিত ছিল। বিভিন্ন সময়ে আলোচনার মাধ্যমে প্রতিশ্রুতি পাওয়া গেলেও বাস্তবে তা কার্যকর হয়নি। তাই বাধ্য হয়েই তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দক্ষতা, শ্রম ও দায়বদ্ধতা অপরিসীম। অথচ তাদের প্রাপ্য মূল্যায়ন না হওয়া অত্যন্ত দুঃখজনক। সরকার যদি দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন করে, তাহলে স্বাস্থ্যসেবায় আরও দক্ষতা, উদ্দীপনা ও উন্নয়ন ঘটবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও এ দাবিকে ন্যায়সঙ্গত ও যৌক্তিক বলে মনে করছেন। তারা আশা প্রকাশ করছেন—সরকার দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে এই পেশাজীবীদের ন্যায্য দাবি পূরণ করবে।
দেশব্যাপী একযোগে পালিত এই আন্দোলন এখন চিকিৎসা খাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্বাস্থ্যখাতের উন্নয়ন, পেশাজীবীদের মর্যাদা এবং রোগীদের সেবার মান উন্নয়নের স্বার্থেই দ্রুত এই দাবি পূরণের দাবি জানাচ্ছেন সবাই।১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলমান থাকবে
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।