আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্যাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। ভারত ও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। উদযাপন দিবসে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন আকন্দ।প্রধান অতিথি ছিলেন ডাঃ আব্দুল আজিজ এমপি মহোদয় মে দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখা ও 5নং চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান। সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রায়গঞ্জ উপজেলা শাখা। ছাত্র লীগ।যুব লীগ। মহিলা লীগ। শ্রমিক লীগ আরোও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য পেশ করেন।