মোঃ নাজমুল ঈসলাম, ঈশ্বদরী (পাবনা) সংবাদদাতাঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, মাঠে যাদের কোনো জনসমর্থন নেই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচনের স্বপ্ন দেখছে। দেশের সাধারণ মানুষ এ ধরনের পদ্ধতি চায় না, তারা চায় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন যেখানে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
তিনি অভিযোগ করে বলেন, একদল গণভোট ছাড়া নির্বাচনে যাবে না বলে প্রচারণা চালাচ্ছে, আবার আরেকদল পিআর ছাড়া নির্বাচনে যাবে না বলে দাবি তুলেছে। অথচ তারা সব আসনেই প্রার্থী ঘোষণা করেছে এবং মসজিদ-মসজিদে, ঘরে-ঘরে প্রচারণা শুরু করেছে। তিনি জামায়াতকে ‘মিথ্যাবাদী, প্রতারক ও মোনাফেকের দল’ হিসেবেও অভিহিত করেন।
শনিবার (তারিখ) ঈশ্বরদী উপজেলার রূপপুর বিবিসি বাজারে পাকশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাবিবুর রহমান হাবিব।
পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু। প্রধান বক্তা ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন।
সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপির সর্বশেষ ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. পাঞ্জু সরদার, যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, তাঁতি দলের আহ্বায়ক নাফিজ আহম্মেদ আরিফ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, জাসাসের সভাপতি নুর মোহাম্মদ বিশ্বাস, উপজেলা যুবদলের অন্যতম নেতা নয়ন রহমান চঞ্চল, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নূরুন নবী, সাবেক ছাত্র রাজন আলী, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ইমন, ইব্রাহিম হোসেন, ইসমাইল হোসেন মহন, পিয়াস ও সৃজনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।