সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মান্দায় মৌমাছির দংশনে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের আরও দুজন। নিহত ব্যক্তি উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের নিখিড়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মোখলেছুর রহমান (৪০)। আহত হন তার মা ফাতেমা বেগম (৬০) ও ছেলে সুমন আলী (২০)। তাদের অবস্থাও আশংকাজনক।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তারা গ্রামের পাশের জঙ্গলে একটি বাঁশের লগির আগায় হাসুয়া বেঁধে তা দিয়ে ছাগলের জন্য গাছ থেকে পাতা নামাতে যান। ওই গাছের ডালে একটি মৌমাছির চাক ছিল তা তারা জানতেন না। পাতা নামানোর সময় মৌমাছির চাকে ওই বাঁশের গুঁতো লাগলে চাকের ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে এসে তাদেরকে দংশন করতে থাকে। মৌমাছির হুলের যন্ত্রণায় তারা কাতর হয়ে পড়েন। তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোখলেছুরকে মৃত ঘোষণা করেন। তার মা ও ছেলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।