প্রকাশের সময় : ঢাকা, শুক্রবার ২০ শ্রাবণ, ১৪৩০ বঙ্গাব্দ, ০৪ আগস্ট , ২০২৩ খ্রিস্টাব্দ,১৬ মুহাররম,১৪৪৫ হিজরি,আপডেট : প্রকাশের সময় :১১:৪০:৩৫ পিএম.
মোহাম্মদ সাইদ : (স্টাফ রিপোর্টার) ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির তার বক্তব্যের শুরুতে বলেন,মিথ্যা মামলা দিয়ে ফরমায়েশি সাজা দিয়ে কারাগারে পাঠানোর মাধ্যমে হয়রানি করে বিএনপিকে থামানো যাবে না বলে সরকারকে উদ্দেশ করে বলেছেন,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৪ আগস্ট) নয়া পল্টনে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জুবাইদা রহমানকে দেয়া কারাদণ্ডের বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশ করে দলটি।ঢাকা ছাড়াও সারাদেশের জেলা ও মহানগরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন জনপ্রিয় নেতা। যার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক আন্দোলন যৌক্তিক পর্যায়ে এগিয়ে যাচ্ছে। ঠিক সে সময় এ ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে একটি ফরমায়েশি মিথ্যা রায় দিয়েছে। শুধু তারেক রহমান নয়, তার স্ত্রী এদেশের স্বনামধন্য ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধেও মিথ্যা রায় দিয়েছে। তিনি বলেন, ‘এ দেশের মানুষ এখন জেগে উঠেছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সংকট আইনের সুশাসন নেই এটা শুধু বিএনপির একার দাবী নয়, পুরো জাতির দাবী বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা।
কারাগারে পাঠিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাদের থামাতে পারবেন না। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত কী বলল সেটি ভাবার আমাদের কোনো দরকার নেই। আমাদের দরকার এদেশের মানুষ। এদেশের মানুষ সরকারকে বার্তা দিয়েছে যে, তাড়াতাড়ি বিদায় হও। আর সময় নেই। এরা দেশটাকে কোথায় নিয়ে গেছে? এদেরকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবেই।অস্তিত্ব রক্ষায়, দেশের স্বার্থে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পদত্যাগ বাধ্য করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি।’
এরআগে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির প্রতিবাদ সমাবেশে যোগদান করে দলটির নেতাকর্মীরা। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে রাস্তাটি বৃষ্টির পানিতে তলিয়ে যায়। বেলা আড়াইটার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সোয়া ৩টার দিকে।সারা দিন ক্ষনে ক্ষনে বৃষ্টি তবুও বিএনপি নেতাকর্মীদের বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
নেতাকর্মীদের সাথে বৃষ্টিতে ভিজে, হাঁটু পানিতে দাঁড়িয়েই সমাবেশস্থলে (চোখে পরার মতো),অবস্থান করতে দেখা যায়, বিএনপির এক তরুন নেতা, ঢাকা-২ আসনের এমপি নির্বাচনী প্রার্থী, ঢাকা জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ব্যারিষ্টার ইরফান ইবনে অমি আমানকে হাজারো নেতাকর্মীর মাঝে সরকার পতনের স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।