“মামলা রুজুর মাত্র ০২ (দুই) ঘন্টার মধ্যে আসামি এবং চোরাইমাল উদ্ধার”
এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি
থানায় মামলা দেওয়ার মাত্র দুই ঘন্টার ব্যবধানেই চোরাই কৃত মালামালসহ গ্রেফতার ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।
গত ২০ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ পৌরসভার ০৫ নং ওয়ার্ড উজানী পাড়াস্থ এলাকায় চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদী হয়ে বান্দরবান সদর থানায় অদ্য ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ০৮.২০ ঘটিকায় এজাহার দায়ের করেন। যাহার মামলা নং-১০, তারিখ : ২৩/১২/২০২৪ খ্রিষ্টাব্দ, ধারা- ৪৫৪/৩৮০ দণ্ডবিধি রুজু করা হয়। মামলা রুজু হওয়ার সাথে সাথে পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা মহোদয় দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেফতার এবং চোরাইমাল উদ্ধারের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়ের পরামর্শক্রমে সদর থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক টিম গঠন করেন। তৎপরবর্তী উক্ত টিম অভিযান পরিচালনার লক্ষ্যে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতঃ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপরাধীকে শনাক্ত করেন।
অদ্য ২৩ ডিসেম্বর সকাল ১০.২০ ঘটিকার সময় বান্দরবান সদর থানাধীন বান্দরবান পৌরসভার ০৪ নং ওয়ার্ড, মার্মা বাজার এলাকা থেকে অপরাধীকে আটক করে এবং অপরাধীর নিকট থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও চোরাইকৃত নগদ অর্থে ক্রয়কৃত ০১ টি Android মোবাইল, ০২ টি স্বর্ণের বালা, ০৩ টি স্বর্ণের চেইন, ০৭ টি স্বর্ণের আংটি, ০৩ জোড়া স্বর্ণের কানের দুল সহ তার দেখানো অন্যান্য আলামত উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। অপরাধীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর চুরির ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত অপরাধী বান্দরবান সদর থানার মামলা নং- ২১/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ, ধারা- ৪৫৭/৩৮০/২১৫ মূলে রুজুকৃত মোটরসাইকেল চুরি মামলারও আসামি।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং মামলার বাদী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।