আঃ আজিজ চৌধুরী
টাংগাইল মধুপুর প্রতিনিধি।
টাংগাইল মধুপুরে কুড়াগাছা ইউনিয়ন চাপাইদ মালিবাজার দারুল জান্নাত নূরানী তালিমুল কোরআন মাদ্রাসায় রেজাল্ট ঘোষণা উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। মালিবাজার দারুল জান্নাত নূরানী তালিমুল কোরআন মাদ্রাসায় প্রধান শিক্ষক,মাওলানা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে , উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূরানী তালিমুল কোরআন বোর্ডের টাংগাইল ও মোমেনশাহী এরিয়া জিম্মাদার মোঃ মুফতি আঃ সাত্তার কাসেমী,বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর বাজার মাদ্রাসার মুহাতামিম, মুফতি রায়হান খলিল, নৃরে মদিনার কুঠালপাড়া মাদ্রাসার মুহাতামিম, নুরুল আলম সাহেব,জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাতামিম, দেলোয়ার হোসেন সাহেব, মালিবাজার মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান , ,মালিবাজার মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান সাহেব, মালিবাজার দারুল জান্নাত নূরানী তালিমুল কোরআন মাদ্রাসায়, সভাপতি, আলহাজ্ব হরযত আলী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ফকির, সহকারী শিক্ষক আনসার আলী,মোঃরফিকুল ইসলাম, মোঃ সোলাইমান হোসেন , মোঃ রাসেল,ও অবিবাভক গন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।