আব্দুল গাফফার হোসেন, জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি: চাঁদপুর-সংস্কৃতি চর্চা চাঁদপুরকে সাম্প্রদায়িকতা থেকে রক্ষা করেছে এবং ভবিষ্যতেও করবে, এজন্য চাঁদপুরের সকল মানুষকে একসাথে কাজ করতে হবে। প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, চাঁদপুরের রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, জন্ম দিয়েছে অনেক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব। এই জ্ঞানী-গুণীদের পৌরসভা, চাঁদপুর পৌরসভা। পৌরসভাকে সচল রাখতে নিয়মিত হোল্ডিং ট্যাক্স প্রদান করতে হবে। তাহলেই চাঁদপুর পৌরসভা একটি সুন্দর পরিবেশের চাঁদপুর সৃষ্টি করতে পারবে। চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েলের সভাপতিত্বে চাঁদপুর পৌরসভার গৌরবের ১২৫ বছর উপলক্ষে সাংস্কৃতিক পক্ষ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান চাঁদপুর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। এছাড়া বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট (কেন্দ্র) এর সাধারণ সম্পাদক মোঃ আহকাম উল্লাহ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক শরিফ চৌধুরী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক আহমেদ মিন্টুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক সংগঠক ও সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, ছড়াকার ও আবৃত্তিকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আয়াজ মাহমুদ এবং চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি। আলোচনা সভা শেষে চাঁদপুর পৌরসভার ১২৫ বছর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুপম নাট্যগোষ্ঠীর নাটক খ্যাপা পাগলার প্যাচাল।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
মুক্তিযুদ্ধের ইতিহাস, জন্ম দিয়েছে অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব-জেলা প্রশাসক কামরুল হাসান
RELATED ARTICLES