মোঃ মাছুম আহমদ (মৌলভীবাজার প্রতিনিধি) মৌলভীবাজার জেলায় এই প্রথম বিসমিল্লাহ্ টাইলস্ এন্ড স্যানেটারী শোরুম এর শুভ উদ্বোধন হয়েছে।গত ৪ ই মে রবিবার দুপুর ২ ঘটিকার সময় শ্রীমঙ্গল রোড ঢাকাইয়া বাসস্ট্যান্ডের পাশে এই শোরুমের শুভ উদ্বোধন হয়েছে।
বিসমিল্লাহ্ টাইলস্ এন্ড স্যানেটারী শোরুম এর পক্ষ থেকে রেলি করা হয়।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আকিজ সিরামিকসের সিও,খোরশেদ আলম বাবু।
জি এম আশরাফুল হক।
সিলেট বিভাগীয় ইনচার্জ সাজ্জাদুর রহমান। আর এস এম রেজাউল হক।
ফ্রেশ সিরামিকসের মুস্তাফিজুর রহমান।
শিব্বির রহমান। সিরাজুল ইসলাম। এবং বিসমিল্লাহ টাইলস্ এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম শুভা ।
আকিল মাহমুদ।
আবু সাঈদ ও এস এস ট্রেডিং এর স্বত্বাধিকারী,সি,আই,পি,মোঃ আব্দুল বাছিত প্রমুখ।
দুপুরবেলা বিসমিল্লাহ্ টাইলস্ এন্ড স্যানেটারী শোরুম এর পক্ষ থেকে মৌলভীবাজার জেলার সকল নির্মাণ টাইলস্ শ্রমিকদের কে নিয়ে এক মধ্যাহ্ন ভুজের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।