ফয়সাল হোসাইন সনি,জেলা প্রতিনিধি বগুড়া
বগুড়ায় পারিবারিক কলহের জেরে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে জিন্নাহ মিয়া হত্যা মামলার ২নং আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
সোমবার ভোর অনুমান ৫ টার দিকে সদর থানাধীন বড় কুমিরা এলাকায় অভিযান পরিচালনা করে মোছাঃ জোবেদা বেওয়াকে (৫৭) গ্রেফতার করা হয়। গ্রেফতার জোবেদা ওই এলাকার মৃত আবুল খায়েরের স্ত্রী।
২৪ জুলাই সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র্যাব-১২, পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।
র্যাব-১২, পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানায় যে, ভিকটিমের পরিবারের সাথে পূর্ব হতে চলমান মারামারির একপর্যায়ে ২নং আসামীর ছোট ছেলে জিলহক ভিকটিম জিন্নাহকে রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত বাটাল দিয়ে পেটে আঘাত করে। সেই আঘাতের ফলে পরবর্তীতে ভিকটিম মারা যায়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনা নিয়ে গত সপ্তাহে জিন্নাহর পরিবারের সাথে অভিযুক্ত জেলহকের পরিবারের বাকবিতন্ডা হয়।
গত ২৩ জুলাই সন্ধ্যার দিকে পারিবারিক কলহের জের ধরে ঘটনার বিষয়টি নিয়ে জিন্নাহ জেলহকের বাড়িতে যেয়ে জানতে চাইলে আবারো শুরু হয় বাকবিতন্ডা। এক পর্যায়ে গ্রেফতারকৃত নারী আসামি জোবেদার ছোট ছেলে জেলহক জিন্নাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। জিন্নাহকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উক্ত হত্যার ঘটনায় জিন্নাহর মা বাদী হয়ে ২৪ জুলাই বগুড়া জেলার সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।