রাউজান থেকে ১১ বছরের অপহৃত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-৭ আটক ১
এম ডি বাবুল চট্রগ্রাম
চট্টগ্রামের রাউজান থেকে অপহৃত ১১ বছর বয়সের শিশুকে উদ্ধার অপহরনকারি আটক ভিকটিম চট্টগ্রাম জেলার রাউজান এলাকায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া একজন ছাত্রী। কিছুদিন পূর্বে ভিকটিম তার মাকে নিয়ে চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। হাসপাতালে থাকা কালীন সময়ে ইজিবাইক চালক মোঃ ফয়সালের সাথে ভিকটিমের পরিচয় হয়। পরিচয়ের সুযোগে ইজিবাইক চালক ফয়সাল ভিকটিমকে স্কুলে আসা-যাওয়ার পথে উক্তত্য করে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়। ভিকটিম তার প্রেমের প্রস্তাবে রাজি না হলে ইজিবাইক চালক ফয়সাল কৌশলে ভিকটিমের দাদির মোবাইল নম্বর সংগ্রহ করে এবং ভিকটিমের সাথে সখ্যতা গড়ে তুলে। গত ২৪ এপ্রিল ২০২৩ ইং তারিখ সন্ধ্য আনুমানিক ১৮৩০ ঘটিকায় ভিকটিম পারিবারিক নিত্য প্রয়োজনীয় জিনিসিপত্র ক্রয়ের জন্য তার বাড়ীর পাশের একটি দোকনে গেলে সেখানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ইজিবাইক চালক মোঃ ফয়সাল এবং অন্যান্য সহযোগীরা ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অজ্ঞাতনামা একটি সিএনজি অটোরিক্সা যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
উক্ত ঘটনায় ভিকটিমের বড় বোন বাদী হয়ে ইজিবাইক চালক মোঃ ফয়সালকে প্রধান আসামী এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে চট্টগ্রাম জেলার রাউজন থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ১১ তারিখ ১৪ মে ২০২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০০৩) এর ৭/৩০।
ভিকটিমকে উদ্ধার ও জড়িত আসামীকে গ্রেফতারে জন্য উক্ত মামলার বাদী ভিকটিমের বড়বোন র্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতি র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অপহরণকারী চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ মে ২০২৩ ইং তারিখ ৪:৩০ মিনিটের দিকে র্যাব-৭, চট্টগ্রামের একটি অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ফয়সাল (১৯), পিতা-মোঃ জাফর আহাম্মদ, সাং-উত্তর হালিশহর, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম মহানগর’কে গ্রেফতার এবং ভিকটিম অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে অসৎ উদ্দেশ্যে বাদীর অপ্রাপ্ত বয়স্ক বোনকে অপহরণ করে আত্মগোপন করেছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।