Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশরাজধানীতে ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়

রাজধানীতে ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হয়েছে। ঘণ্টায় এর গতি ছিল ৬০ থেকে সর্বোচ্চ ৭৪ কিলোমিটার। ঝড়ে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ ৭৪ কিলোমিটার এবং আগারগাঁও এলাকায় ৬০ কিলোমিটার বেগের ঝড় রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

তিনি বলেন, আজ রাত ১টা পর্যন্ত আবাহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে ঝড় হতে পারে বলা আছে। ওই পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments