প্রকাশের সময় : ঢাকা শনিবার ২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ,৯ই নভেম্বর ২০২৪খ্রিস্টাব্দ,০৬ জমাদিউল আওয়াল ১৪৪৬হিজরি,আপডেট :১২.২৩ এএম.
মোহাম্মদ সাইদ (স্টাফ রিপোর্টার): রাজপথে লাখো জনতার এই মিছিল দেশের স্বার্থ রক্ষার মিছিল। নিজের অধিকার রক্ষার মিছিল। নিজের ভোট প্রয়োগের অধিকার রক্ষার মিছিল। বাংলাদেশে যেন আর কখনোই ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসতে না পারে, সে জন্য প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন করলেই তা সম্ভব।গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চেনার দিন। তেমনি ২০২৪ সালের ৫ আগস্ট ছিল শত্রু চিহ্নিত করার দিন। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না। তিনি বলেন, রাজধানী ঢাকার রাজপথে আজ লাখো জনতার মিছিল।
শোভাযাত্রার উদ্বোধনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল শত্রু–মিত্র চেনার দিন। আর ২০২৪ সালের ৫ আগস্ট ছিল বাংলদেশের শত্রু চিহ্নিত করার দিন। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনা পালালেও তাঁর দোসরেরা অনেকে এখনো আছে। তারা আবার বাংলাদেশকে আক্রমণ করবে। তিনি বলেন, ‘আমরা সবাই সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে যেকোনো চেষ্টা নস্যাৎ করে দেব।বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে লুটপাটের রাজত্বে মাফিয়া রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি আরও বলেন, অনেক মানুষ নিহত হয়েছে, অনেক মানুষ গুম হয়েছে, অনেক নেতা–কর্মীকে হত্যা করা হয়েছে। গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে সর্বশেষে ছাত্র–জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে। এই অভ্যুত্থানে হাসিনা পালিয়েছেন।
বিকেল তিনটার দিকে নয়াপল্টন থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে শোভাযাত্রা শাহবাগ মোড়ে যায়। সেখান থেকে হোটেল ইন্টারকনটিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসে শোভাযাত্রা। সন্ধ্যা সোয়া ছয়টার সময়ও কারওয়ান বাজার মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে মিছিল যেতে দেখা গেছে।
গতকাল বৃহস্পতিবার ছিল ৭ নভেম্বর। দিনটিকে বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম বড় পরিসরে শোভাযাত্রা কর্মসূচি পালন করছে দলটি। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ৭ নভেম্বরের শোভাযাত্রা কর্মসূচি বিএনপিকে নানা শর্ত সাপেক্ষে সংক্ষিপ্তভাবে করতে হতো।
মাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন আমানউল্লাহ আমানসহ জ্যেষ্ঠ নেতারা। এ কর্মসূচিতে ঢাকা ও এর আশপাশের জেলার বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নিয়েছেন।