মোঃ শামীম শাহরিয়ার(ব্যুরো চিফ রাজশাহী বিভাগ): রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলামের উদ্যোগে দুস্থ,গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব সাইফুল ইসলাম।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্ববায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহীন,উপস্থিত ছিলেন নিমপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু সাঈদ হীরু, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, যুব দলের সাবেক সভাপতি আব্দুস সামাদ, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম , স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক লালন বিশ্বাস, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা নাঈমুর রহমান দুর্জয় সহ বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আবু সাইদ চাঁদ বলেন বিএনপি সরকার গরীব দুঃখী অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে অতীতে ও ছিল এখন ও আছে থাকবে। খুনী হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে ও রক্ষা পাবেনা। তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ ।আপনারা সবাই আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করবেন। এবং আমরা সকলেই মিলে অসহায়,গরীব ও ছিন্নমুল মানুষদের সহযোগিতা করবো এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে যাবো। উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারী২৫ইং) সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রতিবন্ধী, ছিন্নমূল,হতদরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মোঃ শামীম শাহরিয়ার
ব্যুরো চিফ রাজশাহী বিভাগ
(২৬জানুয়ারী২৫ ইং)০১৭৪৪৩১৫৩৮৬