
মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো চিফ রাজশাহী বিভাগ):
রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়ার গ্ৰামে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে বালাদিয়ার গ্রামের সমতুল্লাহ শেখ এর ছেলে মোস্তফা শেখ (৬০) নামের এক ব্যাক্তি নিহত এবং ৭ জন আহত হয়েছে। আহতরা পুঠিয়া এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার ২১অক্টোবর ২০২৫ইং দুপুর আনুমানিক সময় ১২:৩০ ঘটিকার দিকে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় মডেল থানা পুলিশ।
আহতরা হলেন- রাজশাহী জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়াড় গ্রামের রইচ উদ্দিনের স্ত্রী রেশমা বেগম (৩৫), ইনছার আলীর পুত্র রইচ উদ্দিন (৪৫), আব্দুল কাদেরের পুত্র আব্দুল মালেক (৪৬), ফজেল শেখের পুত্র আবু তালেব (৪৫), মনঞ্জিলের পুত্র লিটন (২৩) ও রিপোন (৩২), ইমদাদুলের স্ত্রী রজিনা বেগম (৩২) কে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে অবস্থা গুরুত্বর হওয়ায় রইচ, আবু তালেব, লিটন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
বর্তমানে মনঞ্জিলের পুত্র লিটন (২৩) ও ইমদাদুলের ছেলে এনামুল (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে।
সূত্র জানায়, রাজশাহী জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়াড় গ্রামে একই পারিবারে দীর্ঘ দিন ধরে দুই শতাংশ জমির সীমানাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়। এ সময় স্থানীয়রা এবং পরিবারের লোকজন আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে সমতুল্লাহ শেখ এর পূত্র মোস্তফা শেখ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এপর্যন্ত এখনও কেউ মামলা করে নাই। আর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোঃ শামীম শাহরিয়ার
ব্যুরো চিফ রাজশাহী বিভাগ
মঙ্গলবার ২১অক্টোবর২৫ইং




