রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ে ঈদ পুর্ণমিলনী ও ২০২০, ২১ এবং ২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মালশন গিরিগ্রম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি শ্রী রঞ্জন কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ শেখ (বাবু)। বিশেষ অতিথি ছিলেন,বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ শেখ, বিলকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, রাতোয়াল রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। অনুষ্ঠানে অতিথিরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সাবেক ৫ জন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন।