রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদ’ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন পৃথকভাবে দিবসটি পালন করে।সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এর পর সকাল ১০টায় এমপি আনোয়ার হোসেন হেলাল,আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারী,থানাপুলিশ,মুক্তিযোদ্ধা কমান্ড,বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠান,এনজিও প্রতিষ্ঠানসহ নানা শ্রেনী পেশার লোকজন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর পরিষদ হলরুমে বঙ্গবন্ধু“বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ-¯স্বাধীনতা “শীর্ষক“ আলোচনাসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।এদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এবং এমপি আনোয়ার হোসেন হেলাল এর নেতৃত্বে দুপুর সাড়ে ১১টায় দলীয় অফিস থেকে বিশাল এক শোক র্যালী বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর পর সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আল হাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্রধান অথিতি হিসেবে
উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা,সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ,সাংগঠনিক সম্পাদক জার্জিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক,সদস্য রাহিদ সরদার,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু মো: ইবনে সাঈদ চৌধুরী (রাব্বী),সম্পাদক সাইফুল ইসলাম ¯^জল,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়,উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আশিকসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।