Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশরাণীনগরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ নেতার পরিচ্ছন্ন অভিযান

রাণীনগরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ নেতার পরিচ্ছন্ন অভিযান


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রেখেছেন। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর সদস্যদের সহায়তায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এবার সদরের মেইনসড়কের পাশে বটতলীতে ময়লার ভাগাড় পরিষ্কার কাজ করেন। আসাদ বাংলাদেশ
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনেরপ্রয়াত এমপি ইসরাফিল আলমের ভাতিজা।আসাদ জানান, রাস্তার পার্শ্বে এবং বিভিন্ন উন্মুক্ত স্থানে ফেলে রাখা ময়লা-আবর্জনার স্তুপ থেকে ছড়িয়ে পরা দূষিত দূর্গন্ধে পথচারীরা অতিষ্ঠ হয়ে ওঠে।জন¯স্বাস্থ্য সু-রক্ষা এব্ং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এলাকা পরিষ্কার পরিচ্ছন্নরাখা প্রতিটি নাগরীকের দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকেই নিজ উদ্যোগে রাণীনগর শহরকে দূষিত পরিবেশ থেকে মুক্ত করতে গত শুক্রবার থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে। শহরের যেখানেই ময়লার ভাগার রয়েছে সেখানেই প্রতি শুক্রবার পরিষ্কার কাজ করা হবে। এর আগে অভিযানের প্রথম দিন গত শুক্রবার রাণীনগর সদরের আঞ্চলিক মহা সড়কের পাশে একটি ময়লার ভাগার পরিচ্ছন্ন করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৯ফেব্রæয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত সদরেরপ্রধান সড়কের বটতলি এলাকায় জমে থাকা আরো একটি ময়লার ভাগার পরিষ্কারকাজ করা হয়। তরুন এই ছাত্রলীগ নেতা আসাদ জানান,সেচ্ছা সেবী সংগঠন
বিডি ক্লিন এর সহায়তায় এই অভিযান চলছে এবং পুরো শহর পরিষ্কার না হওয়া পর্যন্ত পরিচ্ছন্ন অভিযান অব্যাহত থাকবে। বিডি ক্লিনের প্রায় ২০জন সদস্য এবং স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা এই পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়।
অভিযান সফলে সবার সার্বিক সহযোগিতা কামনাসহ শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হবার আহবান জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments