প্রকাশের সময় : ঢাকা, বৃহস্পতিবার ০৮ ফাল্গুন১৪৩০ বঙ্গাব্দ,২১ ফ্রেরুয়ারী ২০২৪খ্রিস্টাব্দ,১০,শাবান ১৪৪৫ হিজরি,আপডেট :০২ :২০:৩০পিএম.
মোহাম্মদ সাইদ ( কেরানীগঞ্জ, ঢাকা) : রাজধানীর কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় নত হয়েছে আজ সারা জাতি। তারই ধারাবাহিকতায় কেরানীগঞ্জে ধর্ম–বর্ণ–শ্রেণি–বয়স নির্বিশেষে উপজেলা প্রশাসনসহ সকল শ্রেনীর মানুষ জড়ো হয়েছে একুশের প্রথম প্রহর ১২.০১ মি. থেকে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদনের পালা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ’র পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এর পরপরই পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা কমান্ড,কেরানীগঞ্জে প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাত উপেক্ষা করে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্ত্বরে ভীড় জমায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ শিশু, নারী, পুরুষসহ স্বর্বস্তরের মানুষ।
সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও মো. ফয়সল বিন করিম বলেন, সমাজ, সভ্যতা, সংস্কৃতি ও উন্নতি যা কিছু মানুষের অর্জন, তার প্রধান বাহন হল মাতৃভাষা।
উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। তিনি বলেন, রফিক,বরকত,সালাম, জব্বারের রক্তের সমুদ্র মন্থন করে আমাদের জীবনে অমরতার স্পর্শ দিয়ে গেছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও কেরানীগঞ্জ (দক্ষিণ) সহকারী কমিশনার মনিজা খাতুন, (ভূমি) সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন আইয়ুবী,কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন, কেরানীগঞ্জ দক্ষিণ থানা ওসি, মাহবুব আলম,মডেল থানার ওসি মোঃ মোস্তফা কামাল, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন,তারানগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।