ডেক্স রিপোর্ট
যশোরে তুচ্ছ ঘটনায় এক রিক্সা চালককে মারধর ও জুতাপেটা করার অভিযোগ উঠেছে এক নারী আইনজীবীর বিরুদ্ধে।গত রবিবার (৭ মে) দুপুরে যশোর আদালতের সামনে এ ঘটনা ঘটে।মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়অভিযুক্ত আইনজীবীর নাম আরতি রাণী ঘোষ।তিনি শহরের আম্বিকা বসু লেনের মৃত নীলরতন ঘোষের স্ত্রী।ভিডিওতে দেখা যায়,অভিযুক্ত ওই নারী আইনজীবী এক রিক্সা চালককে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন। ওই আইনজীবীকে রিক্সা চালকের লাইসেন্স বাতিল করার হুমকি দিতেও দেখা যায়।
এ সময় রিক্সা চালক হাত জোর করে মাফ চান। রিক্সা চালকের বার বার আকুতি-মিনতির পরও ওই আইনজীবী আরো চড়াও হয়ে এলোপাতাড়ি চড় মারতে থাকে। পথচারীরা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।প্রত্যক্ষদর্শীরা জানান,ওই নারী আইনজীবী রিক্সা চালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও রিক্সা চালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে তিনি ক্ষান্ত হন।
পরে ওই রিক্সা চালক সেখান থেকে চলে যান।অভিযুক্ত আইনজীবী আরতি রানী ঘোষ বলেন,সড়ক অতিক্রম করার সময় ওই রিক্সা চালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন।এ বিষয়ে যশোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসহাক বলেন,ঘটনাটি খুবই দুঃখজনক। ওই আইনজীবীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।