মুন্সীগঞ্জ প্রতিনিধি
অপরাধদমন নিউজ.২৪ (অনলাইন ডেস্ক)
মুন্সীগঞ্জের লৌহজং এ জোর করে জমি দখলের
চেষ্টা কালে ১জন কে আটক করেছে লৌহজং থানা পুলিশ। এবিষয়ে গত সোমবার দুপুরে লৌহজং থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী আল-আমীন বেপারী ।
আল-আমীন বলেন, প্রায় ১৭ বছর ধরে
কামাল শেখ গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ, সোহরাব তালুকদার, খোকা খাঁন, চুন্নু শেখ, রাসেল শেখসহ ১৬ /১৭ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী আল-আমীনদের জমি বেড়া দিয়ে দখল করার চেষ্টা করলে লৌহজং থানা পুলিশ কামাল কে মঙ্গলবার গ্রেফতার করে।
তিনি আরো বলেন, এসময় সম্পত্তিতে থাকা পেপে, কাঠাল, আম ও লাউ গাছ কেটে ফেলে তারা। গাছ কাটার প্রতিবাদ করলে আল-আমিন বেপারি কে প্রাণ নাসের হুমকি দেওয়া হয়।
লৌহজং থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন,
প্রভাবশালী কামাল শেখকে আটক করা হয়েছে।
অন্য আসামিদের গ্রেফতার চলছে। যাহার মামলা নং- ০৫।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।