সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে চেরাগপুর ও ভীমপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে৷
উপজেলার সরস্বতী পুর স্কুল মাঠে বিকাল চারটার সময় শুভ উদ্বোধন করেন,ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব, পারভেজ আরেফিন সিদ্দিকী জনি,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে৪৮-নওগাঁ-৩বিএনপি মনোনীত প্রার্থী,প্রধান উপদেষ্টা ছিলেন,জনাব,এ,এম,জিল্লুর রহমান বাচ্চু,আলহাজ্ব আব্দুস সাত্তার নান্নু সাবেক উপজেলা চেয়ারম্যান মহাদেবপুর,জনাব,শহিদুল ইসলাম সাগর,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,আলহাজ্ব আক্কাস আলী,আবুল কালাম আজাদ স্বপন,দুলাল হোসেন সাধারণ সম্পাদক মহাদেবপুর উপজেলা,জনাব,মাসুদ হায়দার টিপু,আহবায়ক নওগাঁ জেলা যুবদল,জনাব,এ,কেএম রওশন-উল-ইসলাম রওশন সিনিয়র যুগ্ন আহবায়ক নওগাঁ, দেওয়ান মোস্তাকিন আহমেদ নিপু,রুবেল হোসেন,রুহুল আমিন মুক্তার সদস্য সচিব,মোজাফফর রহমান,আমিনুল ইসলাম,মাসুদুর রহমান মৃধা (টিক্কা),সাইফুল আলম শাফিউল আলম টুটুল,রুহুল কুদ্দুস পলাশ,দেওয়ান কামরুল আখতার(নাহিদ),ইপতে খায়রুল আলম ইপু,এফ আই সবুজ, ফারুক হোসেন,অমিয় কুমার সরকার,রিপন মাহমুদ সদস্য সচিব প্রমুখ,
ভীমপুর ইউনিয়নের চেয়ারম্যান, জনাব,রামভদ্রর নেতৃত্বে এই অনুষ্ঠানে হাজার হাজার দর্শকদের সমাগমে ফুটবল খেলা শুরু হয় এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷এই ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন,নওগাঁ সদর ফুটবল দল বনাম, সাপাহার উপজেলা ফুটবল দল খেলা শেষে ট্রাইবেকারে নওগাঁ ৪ গোল করে সাপাহার কে হারিয়ে বিজয়ী হয়েছে৷
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।