আঃ আজিজ চৌধুরী
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র শহীদ সাজিদের নামে সড়কের নামফলক উদ্বোধন করা হয় ২৫ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা । টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক শহীদ সাজিদের নামে সড়কের নামফলক উদ্বোধন করেন । ধনবাড়ীর নল্যা বাজার থেকে বিলকুকড়ি গ্রামের সড়কটি শহীদ সাজিদের নামে নামফলক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহ তাকমিলা, ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, ধনবাড়ী উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি , সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান), সাংগঠনিক সম্পাদক মো: রনি, তথ্য প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম সজীব,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ । শহীদ সাজিদের নামে সড়কের উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা শাখার জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক । উল্লেখ্য ধনবাড়ীর বিলকুকড়ি গ্রামের ইকরামুল হক সাজিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় শহীদ হন । এলাকাবাসির দাবির মুখে নল্যা বাজার থেকে শহীদ সাজিদের বাড়ি মুখী সড়ক শহীদ সাজিদের নামে নামকরণ করার ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক সড়কটির নামফলক উদ্বোধন করেন ।